নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কর্তৃপক্ষ পৌর শহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্সের সঙ্গে নতুন করে সাইনবোর্ড টেক্স আদায় করছে। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সাইনবোর্ড টেক্স আদায় বন্ধে বুধবার (০৯ অক্টোবর) দুপুরে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের কাছে ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করেছেন। এতে পাঁচ শতাধিক ব্যবসায়ীর স্বাক্ষর করেছেন। এসময় তারা পৌর প্রশাসকের কাছে অবিলম্বে সাইনবোর্ড টেক্স বাতিলের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী খলিলুর রহমান, এমএম আতিকুর রহমান, খলিলুর রহমান, জুনেদ আহমদ, আবুল কাশেম, শামীম আহমদ, ফরিদ আহমদ, জসিম উদ্দিন, জামিল বিল্লাহ রাসেল প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বড়লেখা পৌরসভা বি-গ্রেডের হয়েও সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে ট্রেড লাইসেন্সের সঙ্গে সাইনবোর্ড টেক্স আদায় করার চেষ্টা করছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরকারের নিয়ম নীতি মেনে তাঁরা যাবতীয় টেক্স প্রদান করে যাচ্ছেন। মফস্বল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান কোটা সিকিউরিটি, ভাড়া, কর্মচারীদের বেতন, চৌকিদারী ইত্যাদি দিয়ে যতসামান্য ব্যবসা করে কোনোমতে পরিবার চালাচ্ছেন। বিশ্বব্যাপী করোনা মহামারি, বন্যার পর সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, এই অবস্থায় নতুন করে বড়লেখার ব্যবসায়ীদের সাইনবোর্ড টেক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো ন্যায়সঙ্গত নয়। আরও কোনো পৌরসভা পৌর শহরের ব্যবসায়ীদের কাছ থেকে এমন টেক্স আদায় করছে না বলেও তাতে উল্লেখ করা হয়। এছাড়া স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরেও দেওয়া হয়েছে।