বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় গ্রেপ্তার ২



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব হাটবন্দ জামে মসজিদের একটি সোলার ব্যাটারী চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মসজিদ কমিটির লোকজন তাদের আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার আকবর আলীর ছেলে মো. কামাল (৪০), একই এলাকার মাসুক মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ ও ইয়াকুবনগর এলাকার আনোয়ার আসেন (৩০)। এই ঘটনায় পূর্ব হাটবন্দ জামে মসজিদ কমিটির সভাপতি জুবেদ আহমদ বাদি হয়ে তিনজনের নামোল্লেখ করে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত নয়টার দিকে উপজেলার পূর্ব হাটবন্দ জামে মসজিদের ইমাম এশার নামাজ আদায় করে মসজিদ তালা দিয়ে বাড়িতে চলে যান। পরদিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর শনিবার ভোর অনুমানিক সাড়ে চারটার সময় ফজর নামাজ আদায়ের জন্য ইমামসহ মুসল্লীরা মসজিদে এসে দেখেন মসজিদের ভেতরে থাকা ২২ হাজার টাকা মূল্যের একটি ১২ ভোল্টের সোলার ব্যাটারী নেই। তাৎক্ষণিক মসজিদের ইমামসহ মুসল্লীরা বিষয়টি মসজিদ কমিটির সভাপতিকে অবগত করেন। পরে মসজিদ কমিটির সভাপতি জুবেদ আহমদ মসজিদে গিয়ে চুরি যাওয়া ব্যাটারী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উত্তর চৌমহনী এলাকার গ্রামীণ ব্যাকারীর সিসি ক্যামেরার ফুটেজ দেখে মো. আব্দুল্লাহকে শনাক্ত করা হয়। পরে মসজিদ কমিটির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে জানায়, কামাল ও আনোয়ারের সহযোগীতায় রাতে মসজিদের উত্তর পাশের গ্রীলবিহীন থাই জানালা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে মসজিদ থেকে তারা ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। এরপর তারা মো. কামালকে বাড়ি থেকে আটক করলে সেও ব্যাটারী চুরির কথা স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বড়লেখা থানার এসআই আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তার করেন এবং চুরি যাওয়া ব্যাটারিটি আব্দুল্লাহর বাসা ঘোলসা বাউলের চকে অভিযান চালিয়ে জব্দ করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম রোববার রাত নয়টায় বলেন, মসজিদের ব্যাটারী চুরির ঘটনায় কমিটির সভাপতি থানায় মামলা করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।