রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের মিছিলে বাধ্য করলেন অধ্যক্ষ আব্দুল বাছিত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর দলীয় বিবেচনায় নিয়োগকৃত অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের দাবি উঠে। বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

এদিকে দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ এনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিতের পদত্যগের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরাও।

কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করার ভয় দেখিয়ে নিজের পক্ষে মিছিল করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে অধ্যক্ষ আব্দুল বাছিতের বিরুদ্ধে।

গতকাল ২৫ আগস্ট রোববার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একাংশকে অধ্যক্ষকে বহাল রাখার পক্ষে মিছিল করতে দেখা গেলেও আজ ২৬ আগস্ট সোমবার মিছিলে থাকা এক দশম শ্রেণীর শিক্ষার্থীর এক ভিডিও বার্তায় দাবি করেন- অধ্যক্ষের পক্ষে মিছিলে না গেলে তাদেরকে টেস্ট পরীক্ষায় আটকে দিয়ে এসএসসি অংশগ্রহণের সুযোগ না দেওয়ার হুমকি দেন। তাই তারা বাধ্য হয়ে মিছিল করেছে। এখন সাধারণ ছাত্রজনতা তাদের পাশে থাকায় তাদের আর কোন ভয় নেই। ভিডিও বার্তায় অধ্যক্ষের পদত্যাগের দাবি জানানো হয়।

এ বিষয় অধ্যক্ষ আব্দুল বাছিতের হোয়াটসআপে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ঐদিন (২৫ আগস্ট) তিনি প্রতিষ্ঠানে ছিলেন না। ছাত্রদের মিছিলে নামানোর প্রশ্নই আসে না। তিনি উল্টো অভিযোগ করেন কিছু উশৃংখল বহিরাগত প্রতিষ্ঠানে এসে হুমকি ধামকি ও সাধারণ শিক্ষার্থীদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে। যার প্রেক্ষিতে সাধারণ ছাত্ররা স্বপ্রনোদিত হয়ে প্রতিবাদ মিছিল করেছে বলে দইব করেন। শিক্ষার্থীর ভিডিও বার্তার ব্যপারে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

প্রতিষ্ঠানের গভর্নিং বডি সদস্য অধ্যাপক আব্দুস শহিদ খান বলেন, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী এবং অভিভাবকরা আন্দোলনে নেমেছে। আমরা মঙ্গলবার (২৭ আগস্ট) অভিভাবক, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে বসবো। তাদের দাবি যথাযথ হলে আমরা পরবর্তী করনীয় নির্ধারণ করবো।

নির্বাচনী পরীক্ষায় আটকে দেওয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওটি আমার অদৃষ্টিগোচর হয়েছে। এটি সত্য হয়ে থাকলে এটা নিঃসন্দেহে গুরুতর অপরাধ।

প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য রফিক উদ্দিন আহমদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর ফোন নাম্বার বন্ধপাওয়া যায়।

আন্দোলনকারী শিক্ষার্থী আশফাক তাপাদার, তাহমিদ মুছতাছিম অনিক, ছাদিক আহমেদ, হোছাইন আহমদ ও ফয়সল আহমদসহ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,  আমাদের একটাই দাবি ছিল বিতর্কিত অধ্যক্ষ আব্দুল বাছিতের পদত্যাগ। কিন্তু তিনি সেটা না করে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে ব্লাকমেইল করে মিছিলে নামিয়ে শিক্ষকতার সকল শিষ্টাচার লঙ্ঘন করেছেন। আমরা পদত্যাগের সাথে তার এই হীন কাজের বিচার চাই।

উল্লেখ্য, আগামী কাল ২৭ আগস্ট মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের অফিস ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।