নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে বড়লেখা পৌরসভার আধাপাকা ভবনের টিনের চাল উড়ে গেছে। এতে কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে।
এছাড়া ঝড়ে পৌরসভার বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। যার কারণে রাত থেকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বুধবার বিকেলে বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের বড়লেখা পৌর ভবনের টিনের চাল উড়ে গেছে। এতে কম্পিউটার ও মূল্যবান কাজগপত্র ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার শতাধিক ঘরবাড়ি ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি জায়গায় খুঁটি ভেঙে পড়েছে। এখনও অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।