নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিনি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার নানা কর্মসূচির আয়োজন করে।
দুপুর ১২টায় বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে ডায়াবেটিস সেন্টারের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে দিনব্যাপী ডায়াবেটিস সম্পর্কে আলোচনা, বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ, পরামর্শ এবং রোগীদের কাউন্সেলিং করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ বদরুল ইসলাম, ডা. জাছিম আহমদ, ডা. মার্জিয়া রহমান চৌধুরী, তরুণ উদ্যোক্তা কাওছার হামিদ জুনেদ, বড়লেখা ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক হোসাইন আহমদ, কর্মকর্তা তফজ্জুল হোসেন ও পঙ্কজ কুমার, ওষধু কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোরশেদ আহমদ, মো. মোজাফর হোসেন, রবিউল ইসলাম, আরিফ আহমদ, মুর্শেদুল হক, মোস্তাফিজুর রহমান প্রমুখ।