নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার বড়লেখায় সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ। এতে সাঈদের বিরুদ্ধে বড়লেখা থানার মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সাঈদ উপজেলার তেরাকুড়ি গ্রামের ফয়েজ আলীর ছেলে। বুধবার দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার (এসআই) হাবিবুর রহমান পিপিএম সহ পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তেরাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মো. দেলোয়ার হোসেন সাঈদকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, জামায়াত নেতা দেলোয়ার হোসেনকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।