মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। গত শুক্রবার (১৪ জুলাই) সকালে পাকশাইল আইডিয়াল হাইস্কুল মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে কার্যকরি কমিটি গঠন করা হয়।
এতে ২০২৩-২০২৪ সেশনের জন্য জাহাঙ্গীর আলমকে সভাপতি ও হাফিজুর রহমানকে সেক্রেটারি করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন গ্রেট ভিশনের অন্যতম উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।
গ্রেট ভিশনের সাবেক সভাপতি এইচ এম ফয়সলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের অন্যতম উপদেষ্টা নোমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ।
গ্রেট ভিশনের সহ-সভাপতি সাহিদুল হক ও সহ সেক্রেটারি হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান ও মাসুদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গ্রেট ভিশনের সদ্য বিদায়ী সভাপতি শাহিদুর রহমান জুনেদ, সদ্য বিদায়ী সহ সভাপতি শাহিদুল হক, সাইফুল হোসেন পাবেল, মাজহারুল হক, জাবির আহমদ, মাজেদ আহমদ, আব্দুল্লাহ আল মাহদি, আব্দুস সামাদ, মারুফ আহমদ সহ গ্রেট ভিশনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।