নিজস্ব প্রতিবেদক:: সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। সোমবার (১৯ জুন) বিকেলে এক বিবৃতিতে তারা এই দাবি জানিয়েছেন।
এছাড়া বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতি ও বড়লেখা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথকভাবে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতি দাতারা হলেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রাহমান, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল, আদিব মজিদ, ময়নুল ইসলাম, রিপন দাস, মোস্তফা উদ্দিন ও আশফাক জুনেদ।
বড়লেখা প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, দেশে সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম, অন্যায় নিয়ে সংবাদ প্রকাশিত হলেই প্রভাবশালীরা সাংবাদিকেদের ওপর হামলা, নির্যাতন, এমনকি হত্যা করা হচ্ছে। এটি দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। যা খুবই দু:খজনক।
তারা সাংবাদিক নাদিমকে হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতিতে উল্লেখ করেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নানা অপকর্ম নিয়ে নিউজ করায় চেয়ারম্যান বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই ঘটনা যেমন গোটা সাংবাদিক সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে, তেমনি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। অতীতে দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার কোনো ন্যায় বিচার হয়নি। বিচার হলে আজ হয়ত নাদিমকে প্রাণ দিতে হত না। তারা অবিলম্বে সাংবাদিক নাদিমসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচারের দাবি জানান। একইসঙ্গে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।