লাতু ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মো. মাইদুল ইসলাম (২১) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের মো. নওশের আলীর ছেলে।
মাইদুল একটি অটোমোবাইল কোম্পানির বিপণন ব্যবস্থাপক ছিলেন।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া বিয়ানীবাজারগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৬) বিয়ানীবাজারের টিকরপাড়া বাজারে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৪২-৩৪৩৩) আরোহী মাইদুলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।