লাতু ডেস্ক:: সিলেটের নির্বাচনী রাজনীতিতে সব সময় বড় নিয়ামক প্রবাসী। সিটি করপোরেশন নির্বাচনও এর ব্যতিক্রম নয়, যার প্রমাণ এ নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী হয়েছেন লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আর তাঁকে সমর্থনের মাধ্যমে হাইকমান্ডের নজরে আসতে দলে দলে প্রবাসী সিলেটে আসছেন। প্রচণ্ড গরমের মধ্যে তাঁরা প্রতিদিন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এ ছাড়া কয়েকজন কাউন্সিলর প্রার্থীর প্রবাসী আত্মীয়স্বজনও দেশে এসে প্রচার চালাচ্ছেন।
সিলেট ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত এক মাসে সিলেটের দুই শতাধিক প্রবাসী দেশে এসেছেন। তাঁদের বেশিরভাগই যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কেউ কেউ ব্যবসায়ী। যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা সিলেটে এসেছেন।
২১ জুন সিলেট সিটি নির্বাচনের ভোট। ভোটের আগমুহূর্তে আরও অনেক প্রবাসী আসবেন বলে ধারণা করা হচ্ছে। প্রবাসী নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁদের অনেকেই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এরই প্রস্তুতি হিসেবে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে হাইকমান্ডের নজর কাড়তে চাইছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকার মেয়র প্রার্থী হওয়ায় প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। স্থানীয়রা জানান, প্রবাসী প্রার্থীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেই। এজন্য সবাই তাঁদের ভালোভাবে গ্রহণ করছেন। রাজনৈতিক দলগুলোও সেটি কাজে লাগিয়ে প্রবাসীদের টিকিট দিচ্ছে। ইতোমধ্যে সিলেটের ছয়টি নির্বাচনী আসনে ডজনখানেক প্রবাসী সক্রিয় আছেন। তাঁরা নিজ উদ্যোগে সমাজসেবা করছেন।
বর্তমানে প্রবাসীদের মধ্যে সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব ও সিলেট-২ আসনে এমপি হয়েছেন মোকাব্বির খান। আগে লন্ডনপ্রবাসী শফিকুর রহমান চৌধুরী, ইয়াহহিয়া চৌধুরী এহিয়া ও সেলিম উদ্দিন এমপি হয়েছেন।
সিলেট-৩ আসনে মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পর উপনির্বাচনে নৌকার টিকিটে এমপি হন লন্ডনপ্রবাসী হাবিবুর রহমান হাবিব। বর্তমানে এ আসনে নৌকার টিকিট চান যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ। তাঁর পক্ষে এলাকায় পোস্টারসহ নানা কার্যক্রম চলছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের আরেক নেতা মনির হোসাইনও এখানে দলের মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে এ আসনে দীর্ঘদিন বিএনপির মনোনয়ন চাইছেন যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার আব্দুস সালাম।
সিলেট-৪ আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা গোলাপ মিয়া এবং সিলেট-৫ আসনে সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা প্রবাসী সেলিম উদ্দিন সিলেট-৫ ছাড়াও সিলেট-৬ আসনে প্রচার চালাচ্ছেন। সিলেট-৬ আসনে ২০০৮ সাল থেকে নৌকার টিকিট চাচ্ছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেকও এ আসনে নৌকার টিকিট পেতে চেষ্টা করছেন। ফোনে সাদেক জানিয়েছেন, নৌকার মেয়র প্রার্থীর প্রচারে অংশ নিতে তিনি সিলেট আসছেন।
নির্বাচন ঘিরে সম্প্রতি সিলেটে এসেছেন যুবলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ফখরুল ইসলাম মধু, তাঁর স্ত্রী সালেহা ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি সাবুল আহমদ, মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সারজন খান, হাফিজুর রহমান সেলিম, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম, যুবলীগ নেতা মুতাছির চৌধুরী জনি প্রমুখ।