নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাবুল আহমদ ওরফে ল্যাংড়া বাবুলকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার কেছরিগুল গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার বাবুল আহমদ ওরফে ল্যাংড়া বাবুল একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে বড়লেখা থানা ছাড়াও সিলেট বিভাগের বিয়ানীবাজার, কানাইঘাট, কুলাউড়াসহ বিভিন্ন থানার সাতটি ডাকাতি মামলার এজাহার নামীয় ও সন্ধিগ্ধ আসামী। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস জানান, বাবুল ডাকাতের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। সোমবার নিজ বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের দিক নির্দেশনায় ও নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু