নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধানর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, থানার ওসি ইয়ারদৌস হাসান, বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা সহকারি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুল জলিল ও ফনি চন্দ্র শীল প্রমুখ।