নিজস্ব প্রতিবেদক:: দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার রাতে নতুন ডিসিদের নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক অনু বিভাগে কর্মরত ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজার জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক।
অন্যদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। মীর নাহিদ আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালাম।
এর আগে নারী উপসচিব ড. নাজিয়া শিরীন এই জেলায় দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।