নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক মনাবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষ রোপন করা হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বড়লেখা নজরুল একাডেমি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বড়লেখা বালিক উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে কেক কাটা হয়। পরে নজরুল একাডেমির হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস।
মানবজমিনের বড়লেখা প্রতিনিধি এ.জে লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা আদালতের এপিপি গোপাল দত্ত। শুরুতেই নজরুল একাডেমির পক্ষ থেকে মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলুর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ পারভেজ, সাংবাদিক তপন কুমার দাস, খলিলুর রহমান, মস্তুফা উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী রিপন দাস, ব্যবসায়ী সুলতান আহমদ, নজরুল একাডেমির সংগীত শিক্ষক শোভন দলপতি ও মিকন পাল, শিক্ষার্থী খোকন বিশ্বাস, প্রমি দেনবাথ, লাবনী নাথ, পিংকি কর, রোদেলা, প্রথিক ও মাহি প্রমুখ। পরে নজরুল একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানবজমিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি সবসময় সাহসিকতার সাথে সত্য তথ্য প্রকাশ করে। দেশ ও জনগণের কথা বলে। যার কারণে আজ অবধি পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর জন্যই পত্রিকাটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। বক্তারা মানবজমিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।