নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি সংস্থা আশার আয়োজনে ৩ দিনব্যাপি বিনা মূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার আশার বড়লেখা পৌরশহরস্থ ব্রাঞ্চে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার জুড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান শেখ।
প্রধান অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
আশার বড়লেখা ব্রাঞ্চের ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বড়লেখা ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক দীলিপ চন্দ্র দেব, আশার ফিজিওথেরাপিষ্ট আশিষ দেবনাথ ও আশা আজিমগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তানজিলা চৌধুরী প্রমুখ।
এ ক্যাম্পে প্রথম দিন আশার সদস্যসহ প্রায় ৪০ জন অসহায় ও দুস্থ ব্যক্তিদের থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। তিনদিনে মোট ১৫০ জনকে থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়া হবে।