নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (১৪ জুন) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত প্যাডে ঘোষণা দেওয়া হয়।
লিখিত প্যাডে উল্লেখ করা হয় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার আওতাধীন জুড়ী উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। ঐ প্যাডে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় উপজেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন বলেন বলেন, রবিবার (১৩ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সাথে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি আটকিয়ে হামলা চেষ্টা করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, বর্তমান কমিটি একাধিকবার সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। তাদের এসকল কার্যক্রমে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে।