নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) ভোর ৩টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।
বিজিবি -৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাপ্পা মিয়া বটুলী এলাকার আবদুর রউফের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
ফুলতলা ইউনিয়নের মেম্বার ইমতিয়াজ গফুর মারুফ জানান, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের মরদেহ পাওয়া যায়। গরু আনতে গিয়ে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।