নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে খাল থেকে সোহাগ মিয়া (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা ইউপির লালচান্দঁ গ্রামে খালে ভাসমান অবস্থায় কিশোরের লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে তারা লাশটি উদ্ধার করে।
নিহত কিশোর সোহাগ মিয়া ওই গ্রামের হিরণ মিয়াঁর ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চম্পক দাশ জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।