মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জে বেদে পল্লীতে খাবার দিলেন ইংল্যান্ডের বিচারক
নিউজ ডেস্ক::

নিউজ ডেস্ক::



বিজ্ঞাপন

হবিগঞ্জে বেদে পল্লীর বাসিন্দাদের জন্য খাবার পাঠালেন যুক্তরাজ্যের চেস্টার সিটি ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আয়েশা আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের খোয়াই নদীর তীরে অবস্থিত বেদে পল্লীর ১৩টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ ও লবণ। খাবার পেয়ে পরিবারগুলো আনন্দ প্রকাশ করেছে।


প্যাকেট নেয়ার সময় কর্মহীন সেলিনা আক্তার বলেন, করোনা পরিস্থিতির শুরুতে দু’দফায় যৎসামান্য খাবার পেলেও এলাকার ভোটার না হওয়ায় দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে কেউ আমাদের খবর নেয়নি। অবশেষে খাবার পেয়ে বিচারক আয়েশা আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এর আগে নারী ম্যাজিস্ট্রেট ও কবি আয়েশা আহমেদ প্রবাস থেকে বেদে পল্লীর বাদিন্দাদের কষ্টের কথা জানেন। তিনি সাংবাদিক বদরুল আলমের সাথে যোগাযোগ করে কিছু টাকা পাঠান। এ টাকায় খাদ্যসামগ্রী ক্রয় করে বেদে পল্লীর ১৩ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় সাংবাদিক সাইফ আহছান, মোঃ মামুন চৌধুরী, বাংলানিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, নজরুল ইসলাম ও সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।