হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বামীর লাথিতে ডলি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহির মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ধুলিয়াঘাটুয়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডলি আক্তার একই গ্রামের ছবিল মিয়ার মেয়ে।
অভিযুক্ত জহির মিয়া বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের কনুই মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, কয়েক বছর আগে জহির মিয়ার সঙ্গে ডলি আক্তারের বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই জেরে স্ত্রীকে লাথিসহ মারধর করেন জহির। একপর্যায়ে ডলি আক্তারের মৃত্যু হয়।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জহির মিয়াকে আটক করা হয়েছে।