হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকা একটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরে ২১, চুনারুঘাটে ৬, বাহুবলে ২, মাধবপুরে একজন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১৭ জন এবং মারা গেছেন ৬ জন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।




