মৌলভীবাজারের জুড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা-বাগানের বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ফুলতলা থেকে জুড়ীগামী বাসটি (মৌলভীবাজার-চ-০০১৫০৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে উল্টে যায়। সেখানে সড়ক মেরামতের কাজ চলছিল। দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।