হবিগঞ্জে আরও এক চিকিৎসক ও তিনজন সরকারি কর্মকর্তাসহ নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে তাদের রিপোর্ট এসেছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, আক্রান্তদের বয়স ১৪ থেকে ৫১ বছরের মধ্যে। তাদের মাঝে একজন চিকিৎসক, একজন ব্যাংক কর্মকর্তা, প্রকৌশলী ও নির্বাচন কর্মকর্তাসহ তিনজন সরকারি কর্মকর্তা রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বানিয়াচংয়ের একজন, বাহুবলের একজন, চুনারুঘাটের একজন, মাধবপুরের তিনজন, নবীগঞ্জের পাঁচজন ও সদরের একজন। এর মধ্যে পুরুষ ১০ জন, নারী দুইজন। এ নিয়ে জেলায় মোট ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্স, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ এপ্রিল। এরপর নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে করোনার সংক্রমণ। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় চা শ্রমিক পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে।