হবিগঞ্জে চীন ফেরত শিক্ষার্থী রায়হানের শরীরে কোনও ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি এই তথ্য জানিয়েছেন।
চিকিৎসক বলেন, ‘রবিবার রাতে শহরের শায়েস্তানগরের চীন ফেরত রায়হান আহমেদ নামে এক যুবক অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় চিকিৎসকরা তাকে সন্দেহভান হিসেবে সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে তার শরীরের রক্ত ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে- রায়হানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে স্বস্তিতে রয়েছে শহরের লোকজন।’
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা থেকে শহরের লোকজনের মধ্যে আতঙ্ক ছিল। বিষয়টি নিয়ে শহরজুড়ে আলোচনার শুরু হয়েছিল।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, রায়হানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না যাওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বাড়িতে চলে গেছেন।