হবিগঞ্জের মাধবপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় হেলপার আলম মিয়া নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা।
নিহত আলম শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং সুরাবই গ্রামের আতর আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে লেগুনাচালক পলাতক রয়েছেন।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, বুধবার সকালে হবিগঞ্জ থেকে মাধবপুরগামী একটি লেগুনা মহাসড়কের শাহজিবাজার ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কায় হেলপার আলম মিয়া নিহত হন।