হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘুষ নেয়ার অভিযোগে আলফা বেগম নামে এক নারী ইউপি সদস্য ও তার সহযোগী ফাতেমা বিবিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
দণ্ডপ্রাপ্ত আলফা বেগম সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সদস্য। তিনি বড়িউরি গ্রামের জালাল মিয়ার স্ত্রী। তার সহযোগী ফাতেমা বিবি ভেড়াখাল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বয়স্কভাতার টাকা তুলে দেয়ার কথা বলে ফাতেমা বিবি ও ইউপি সদস্য এক নারীর কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকার ঘুষ নেন। এ সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান বলেন, ঘুষের টাকাসহ হাতেনাতে তাদের আটক করা হয়। বিকেলে তাদের সাতদিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।