হবিগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ রোহেনা বেগম নামের এক ‘কৌশলী’ নারী কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার রাতে জেলার শহরতলীর নাতিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোহেনা ওই এলাকার মিজান মিয়ার স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্বামীর মাধ্যমে ইয়াবা এনে ব্যবসা করছিলো রোহেনা। বেশ কয়েকবার তাকে ধরতে অভিযান চালানো হয়। সে খুবই কৌশলী। অভিযানের সময় কৌশলে সটকে পড়তো সে। অবশেষে তাকে ৮০ ইয়াবাসহ আটক করা হয়েছে।
এ ঘটনায় রোহেনার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।