হবিগঞ্জের মাধবপুরে ফসলি জমি থেকে বালু তোলায় তিনটি ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে ওই উপজেলার নোয়াপাড়ায় ডাক্তার বাড়ি গেট এবং আল-আমিন হোটেল গেটের পাশের জমিতে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
তিনি জানান, ফসলি জমি থেকে কোনোভাবেই বালু তোলা যাবে না। কেউ নিয়মনীতির তোয়াক্কা না করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।