হবিগঞ্জের চুনারুঘাটে নজরুল ইসলাম নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আলী আজহারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়ানী বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ওই এলাকার ওহাব উল্লাহর ছেলে।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নজরুল ৩টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল। শুক্রবার দুপুরে নজরুলকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।