পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি সংক্ষিপ্ত সফরে আগামীকাল শুক্রবার (২৩ আগস্ট) মৌলভীবাজারে আসছেন। তিনি ঢাকা থেকে সড়ক পথে শুক্রবার রাতে মৌলভীবাজারে এসে পৌঁছাবেন।
পরদিন ২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বনজ ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন।
এদিন বিকলে ৩টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন ও বন্যপ্রাণী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির প্রাণী অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
পরে বিকেল ৫টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে পরিবেশ মন্ত্রী মৌলভীবাজার ত্যাগ করবেন।