মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মাধবপুরে ভায়রার হাতে ভায়রা খুন
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

হবিগঞ্জের মাধবপুরে এক ভায়রার আঘাতে আরেক ভায়রা খুন হয়েছেন। সোমবার সকালে উপজেলার নয়াপাড়া চা বাগানের বস্তিতে এ ঘটনা ঘটে।


মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, চা শ্রমিক সুজিত র‌্যালি (৫৫) এবং তার ভায়রা হেলাল র‌্যালির (৫৫) মাঝে পারিবারিক বিরোধ ছিল। সোমবার সকাল ৮টার দিকে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে হেলাল র‌্যালি তার ভায়রা সুজিত র‌্যালিকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।