হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ১৫ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকার একটি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামের রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের ইমান আলীর মধ্যে বিরোধ রয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।