মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শালজি দাস (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিক আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মানিকসিংহ বাজারে ঘটনাটি ঘটে।
শালজি দাস এর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
জুড়ীতে বিদ্যুতের নতুন লাইন টানা প্রজেক্ট সুপারভাইজার মঞ্জু জানান, ঘটনার সময় খুঁটির উপরে লাইনে কাজ করছিল শালজি। তখন অসাবধানতাবশত সে পুরাতন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।। দ্রুত তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
জুড়ীতে কর্মরত পিডিবির উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন, প্রজেক্ট কর্তৃপক্ষকে বার বার বলেছি কখন কোন এলাকায় কাজ করবে তা আগে আমাদের অবগত করলে আমরা ঐ এলাকার লাইন বন্ধ রাখব। কিন্তু ওরা আমাদের কোন কিছু না জানিয়ে নিজেদের মত করে কাজ করছে।
উল্লেখ্য, শালজি দাসের ভাই শাওন দাস (২২) গত ২৩ জুলাই দুপুর একটায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মোকামটিলা গ্রামে লাইন টানার কাজ করাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ঘন্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় শাওন দাসের মৃত্যু হয়।