মৌলভীবাজারে এখন পর্যন্ত ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন রোগী। তবে এদের বেশিরভাই ঢাকা ফেরত।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মৌলভীবাজার পৌরসভার নিজস্ব অর্থায়নে ক্রয় করা ৬টি ফগার মেশিন দিয়ে শহরে মশক নিধন অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ২টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এতে সভাপতিত্ব করেন মেয়র ফজলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শাহজাহান কবির, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এডিস মশার উপদ্রব যতদিন থাকবে পৌর এলাকায় এ অভিযান ততদিন অব্যাহত থাকবে। তবে বাড়ি, অফিস, দোকান সবাইকে নিজেদের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহবান জানান তারা।