রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে ২০ মন ওজনের ‘দুধ রাজা’র দাম ৬ লাখ টাকা
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে খামারি আব্দুল মতিন রাজু ‘দুধ রাজা’ নামে একটি গরু লালন পালন করছেন। গরুটির ওজন ২০ মন। আসন্ন ঈদে এই গরুটি বিক্রির জন্য ৬ লাখ টাকা দাম হেঁকেছেন গরুটির মালিক।


আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই গরুটিকে লালনপালন করা হচ্ছিলো। হলিষ্টীন ফ্রিজিয়ান জাতের ১০০ পারসেন্ট দেশী শংকর জাতের এই গরুকে আড়াই বছর লালনপালনের পর বর্তমানে এর ওজন হয়েছে ২০ মন।

উপযুক্ত দাম এবং প্রকৃত ক্রেতা পেলে এই ঈদেই বিক্রি হবে গরুটি। খামারি রাজু মিয়া বলেন, তিনি গরুটির দাম ৬ লক্ষ টাকা চাচ্ছেন।

তিনি বলেন, আমি ২ বছর ৬ মাস থেকে গরুটিকে পালন করছি। এই গরুর পিছনে হালাল খাদ্য, প্রাকৃতিক ঘাস ও লেবারসহ প্রতি মাসে ১০/১৫ হাজার টাকা খরচ হয়। গরুটির মা প্রতিদিন ৪০ লিটার দুধ দিতো, সবটুকু দুধ আমি এই গরুকে খাওয়াতাম। তাই শখ করে এর নামও দিয়েছি ‘দুধ রাজা’।


তিনি আরো বলেন, গরুটিকে আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই। মোটাতাজা করতে কোনো প্রকার ইনজেকশন কিংবা ক্ষতিকর কোনো পদ্ধতি ব্যবহার করি না। আমার খামারে দেশী শংকর জাতীর একটিই ষাঁড় গরু দুধরাজ।