মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগরের ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে। প্রায় দীর্ঘ দেড় মাস মা অজগরটি তা দেয়ার পর মঙ্গলবার (১৬ জুলাই) রাত থেকে ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বের হতে শুরু করেছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাপটি গত ৯ জুন ৩২টি ডিম দিয়েছিল। মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে সেই ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে। প্রায় দুই দিন লাগবে সবগুলি ডিম থেকে বাচ্চা বের হতে।
এবারও ৩২টি ডিমের মধ্যে ২০/২২টি থেকে বাচ্চা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করে তিনি আরও জানান, এর আগেও সাপটি ৩ বার ডিম দিয়েছে। নতুন বাচ্চাগুলোকে সময়মতো লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
এর আগে ওই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম দিয়েছিল। সেবার ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৬০ দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়।