হবিগঞ্জে পানিতে ডুবে সাদিক মিয়া (৪) নামের এক শিশুর মুত্যু হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরতলী গোপায়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খেলাধুলার এক পর্যায়ে সাদিক বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকেজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালের চিকিৎসক মুখলিছুর রহমান।