বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ব্রিজ আতঙ্কে কুলাউড়ার বরমচালে আটকা পড়েছে পাহাড়িকা এক্সপ্রেস
জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক



বিজ্ঞাপন

সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন কুলাউড়ার বরমচাল স্টেশনে আটকা পড়েছে। বরমচাল এলাকায় দুর্ঘটনা কবলিত বড়ছড়া ব্রিজের কারণে ট্রেন ছাড়ছেন না স্টেশন মাষ্টার। বেলা ২টা ৫০ মিনিট থেকে মাঝপথেই আটকা আছে ট্রেনটি। এতে বিপাকে পড়েছেন কয়েকশ রেল যাত্রী।


টানা বৃষ্টির প্রবল স্রোতে বড়ছড়া ব্রিজের নিচ থেকে মাটি সরেছে এমন ধারণা বরমচাল স্টেশন মাষ্টার শফিকুল ইসলামের। এছাড়াও শ্রীমঙ্গল, শমশেরনগর এলাকায় রেললাইনে পানি উঠেছে বলেও খবর পাওয়া গেছে। এ অবস্থায় বড়ছড়া ব্রিজ, ও রেলপথ দিয়ে ট্রেন চলতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না তারা। যে কারণে বরমচাল স্টেশনে পাহাড়িকা ট্রেনটি থামিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি মাস্টার শফিকুল ইসলাম ঢাকা কন্ট্রোল রুমকে জানিয়েছেন বলে জানান। তিনি বলেন- কন্ট্রোল রুম জানিয়েছে পিআইডব্লিউ না বলা অবধি ট্রেন ছাড়া যাবে না। কিন্তু পিআইডব্লিউর কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানান স্টেশন মাষ্টার।


কুলাউড়া কর্তব্যরত স্টেশন মাষ্টার মাজহারুল ইসলাম বলেন, বেশ কিছু স্থানে রেল লাইনের উপর পানি উঠে গেছে। তাছাড়া বড়ছড়া ব্রিজের টেকসইয়ে সন্দেহ হচ্ছে। হতে পারে প্রবল স্রোতে নিচ হতে মাটি সরেছে। তাই ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে কথা উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) জুলহাসের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি ছিটকে পড়ে। এ ঘটনায় চারজন নিহত হন।

নিহতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে নার্সিং কলেজের ছাত্রী ফাহমিদা আক্তার ইভা (২০), বাগেরহাটের মোল্লার হাট থানার আতজুরি বান্দর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে নার্সিং কলেজের ছাত্রী সানজিদা আক্তার (২০), মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার টিটিডিসি এরিয়ার বাসিন্দা আব্দুল বারীর স্ত্রী মনোয়ারা পারভীন (৪৮) এবং বাহুবল উপজেলার ডবলডহর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে কাওছার আহমেদ।


আরও পড়ুন:
রিফাত হত্যা: আসামিদের ধরতে পুলিশের রেড এলার্ট

ওসমানীতে নামতে না পেরে ফের ঢাকায় ফিরে গেল বিমান

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: আতঙ্ক কাটছে না যাত্রীদের

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

রিফাতকে কুপিয়ে হত্যার ভিডিও বিশ্লেষণ: ওরা কী দর্শক?

বিশ্বজিতের খুনীরা যদি বেরিয়ে না আসতো- নুসরাত, আবিদা, প্রান্ত, রিফাতকে জীবন দিতে হতো না!