মৌলভীবাজারের জুড়ীতে হাকালুকি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ আব্দুল হাশিমের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে হাওরের পানিতে আব্দুল হাশিমের লাশ ভেসে ওঠে।
আব্দুল হাশিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের মৃত মনসুর আলীর পুত্র।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাকালুকি হাওরের পানিতে নৌকাযোগে প্রতিদিন রাতে হাওর তীরবর্তী বাসিন্দারা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মাছ ধরেন। গত রোববার মাছ ধরারা রাত একটায় প্রচন্ড ঝড় শুরু হয়। ঘন্টাব্যাপী এ ঝড়ে ২/৩টি নৌকা পানিতে ডুবে গেলে চার ব্যক্তি নিখোঁজ হন। ঝড় থামার পর স্থানীয় সোনাপুর গ্রামের সাত্তার মিয়াসহ দুইজনকে জীবিত উদ্ধার করলেও সাত্তার মিয়ার পুত্র শরীফ মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আব্দুল হাশিম নিখোঁজ ছিলেন।
সোমবার দিনব্যাপী জুড়ী থানার উপস্থিতিতে কুলাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার ভোরে আব্দুল হাশিমের লাশ ভেসে ওঠে।