ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহতদের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ার শামীম আহমদ নামে একজন রয়েছেন।
তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের মৃত হাফিজ আবদুল খালিকের ছেলে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই।
শামীমের মামা ইউপি সদস্য সাহেদ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ৭ ভাই, ৩ বোন। এর মধ্যে দুই ভাই ফ্রান্স, এক ভাই সৌদি আরব ও এক ভাই আরব আমিরাতে থাকেন। এক ভাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। শামিম সবার ছোট।
নিহত শামীমের বড় ভাই শাহরিয়ার আলম জানান, ইতালিতে যাওয়ার জন্য তিন মাস আগে বাড়ি থেকে বের হয়েছিলেন শামীম আহমদ। পরে লিবিয়া হয়ে সাগরপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারান তিনি। ছয় ভাই ও এক বোনের মধ্যে শামীম ছিলেন সবার ছোট।