শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

লন্ডনে সিলেটী যুবকের লাশ উদ্ধার
লন্ডন প্রতিবেদক

লন্ডন প্রতিবেদক



বিজ্ঞাপন

পূর্ব লন্ডন রোমান রোডের বাসা থেকে সা‌য়েম বখত (৩২) নামে একজন প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়েমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে।

১৪ এপ্রিল রোববার লন্ডন প্রবাসী সা‌য়ে‌মের ভ‌গ্নিপ‌তি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রিটিশ বাংলাদেশিকে বিয়ে করে দেড় বছর আগে লন্ডনে আসেন সায়েম। তিনি স্ত্রীর স‌ঙ্গে পূর্ব লন্ডনের রোমান রোডের বাড়িতে বসবাস করতেন। তা‌দের এক‌টি কন্যা সন্তানও রয়েছে। সম্প্রতি সায়েমের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্সের প্রক্রিয়া চল‌ছিল। তারা আলাদা থাকতেন। রোববার জানা যায় যে, সা‌য়েম তার স্ত্রীর বাসায় মারা গে‌ছেন। পু‌লিশ লাশ ময়নাতদন্তের জন্য নি‌য়ে গে‌ছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্বজনরা জানান, সা‌য়ে‌মের বাবা কদর মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার চর মহল্লা ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান। সায়েম দেশে থাকা অবস্থায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।