রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বিয়ানীবাজারের এক স্বপ্নবাজ কলেজ ছাত্রের খোলা চিঠি



বিজ্ঞাপন

সাত্তার আজাদ :: একখানা খোলা দরখাস্ত আমার ফেসবুকের ইনবক্স করেন একজন স্বপ্নবাজ ছাত্র। সিলেটের বিয়ানীবাজার কলেজের এই ছাত্রের স্বপ্ন বা বিশ্বাস- হয়তো আমার মাধ্যমে দরখাস্ত খানা লক্ষ্যে পৌঁছাবে। আমি সন্দিহান, কেননা আমি এত জনপ্রিয় নই যে আমার লেখা সকলে পড়বে। নিরাশার মাঝে তবু কিঞ্চিৎ আশা থেকে যায়। যদি সকলে শেয়ার করে ভাগ্যিস লেখাটা ভাইরাল করে নেন।

এ দরখাস্ত নিয়ে আমার কিছু মতামত- দরখাস্তে ছাত্রের যে আকুতি ওঠে এসেছে, তা যৌক্তিক। ছাত্র রাজনীতির বড় কথা হল- নেতৃত্ব বের করে আনা। এমন নেতৃত্ব বের করে না আনলে আগামীর বাংলাদেশ কার হাতে সমর্পণ করবেন। এ নিয়ে ছোট মাথা বড় মাথার নেতাদের ব্যথা নেই কেন। ছাত্র রাজনীতির সুগম পথ কেন বন্ধ্যাত্ব করণে কেটে যাবে দুই যুগ। সমস্যা কোথায়, দ্রুত চিহ্নিত করা হোক। আগামীর বাংলাদেশের কর্ণদারদের উজ্জীবিত করা হোক নেতৃত্বে টেনে এনে। বগলদাবায় আর কত চাপিয়ে রাখা হবে। অবসান হোক এসবের।

আর কথা বাড়াই না। নিচে স্বপ্নবাজ ছাত্রের খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলো-

বরাবর
গোলাম রাব্বানী ভাই
সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ।

আসসালামু আলাইকুম
আশা করি আপনি ভালো আছেন? আমার এই কথাগুলো আপনার কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না তা আমি জানিনা কিন্তু? আপনারা যে লক্ষ্য নিয়ে এগিয়ে জান টিক তেমনি আমরা ও সেই লক্ষ নিয়ে এগিয়ে যাই। নেত্রীর লক্ষ বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর স্বপ্ন রক্ষা করতে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় তৎপর। আমার পরিচয় আমি #সিলেট জেলা #বিয়ানীবাজার উপজেলা কলেজ ছাত্রলীগের অতি ক্ষুদ্র এক কর্মী। এখন যে কথাটি বলবো তা আপনি জানেন ও বুঝেন হয়তো আপনার চোখ দিয়ে কোনো সময় পানিও ঝরে। কারণ বিগত দুই যুগ থেকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের কমিটি নাই। অভিভাবকহীন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ।

আজ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ঘাতকের হাতে বন্দি। এই দুই যুগের অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে আজ হাজার হাজার কর্মী দৃষ্টির আড়ালে যার প্রভাব আগামীর ছাত্র রাজনীতিতে পড়বে। আমরা জানিনা কেন কি কারণে বঙ্গবন্ধুর এই প্রাণের সংগঠনকে ধুকেধুকে একদল ঘাতক হত্যা করতে চাচ্ছে। এই কথাটি শুনলে হয়ত আপনি খুশি হবেন এখনো হাজার হাজার ছাত্রলীগ কর্মী বিয়ানীবাজার উপজেলায় রয়েছে কিন্তু? এইভাবে যদি কয়েক টি বছর চলতে থাকে তাহলে বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের অস্তিত্ব সংকটে পরবে। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সংগঠন এইভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে তা আমার মতো শত শত ছাত্রলীগ কর্মী চায় না। তাই এই গুরুত্বপূর্ণ বিষয় আপনার জরুরী হস্তক্ষেপ কামনা করি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় বাংলাদেশ ছাত্রলীগ

মুরাদ খান
সিলেট বিয়ানীবাজার।