সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

দক্ষিণ আফ্রিকায় সিলেটের যুবক খুন
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক



বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আততায়ীদের ছুরিকাঘাতে দুলাল আহমদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল আহমদ সিলেট নগরীর মাছিমপুরের মৃত সিদ্দেক আলীর পুত্র।

সূত্র জানায়, দেশটির ভ্রাইবার্গ জেলায় বেশ ক’বছর ধরে বসবাস করে আসছেন দুলাল। তিনি সেখানে ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে তার বাসার পাশের রাস্তায় আততায়ীরা ছুরিকাঘাত করে ফেলে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাত ভাই সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানান তিনি।

দুই কন্যা সন্তানের জনক দুলাল ছয় ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয়। তার মৃত্যুর খবর শুনে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।