হবিগঞ্জে মোবাতির আগুনে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ২ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মাছুলিয়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ওই এলাকার আক্তার হোসেনের ডেকোরেটরসের দোকানে মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হাই জানান, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়-ক্ষরি পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হতে পারে বলে জানান তিনি।