মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পতনঊষার মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- একই এলাকার জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া (৮) ও মুন্নি (৬)।
এদিকে বজ্রপাতে আহত বাড়ির আখলুছ মিয়ার মেয়ে নাহিদা বেগম (৬) ও তানিয়া বেগম (৪) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা দুই বোন মাদরাসায় যাওয়ার পথে বৃষ্টি শুরু হয়। এ সময় মাদ্রাসার সামনে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
বজ্রপাতের ঘটনায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।