মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী গুলশান আরা মিলির একমাত্র পুত্র সায়েম আহমদের উপর হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জুড়ী বিজিবি ক্যাম্প চত্ত্বরে আওয়ামী লীগ নেতা আদর উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রার্থী গুলশান আরা মিলি, আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল খালিক, আব্দুল লতিফ, আব্দুল কাইয়ূম, আজাদ চৌধুরী হাসি, মিলাদ চৌধুরী, যুবলীগ নেতা আবুল খায়ের সায়মন, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন শাবেল, ইমরান আহমদ, হোসাইন মোহাম্মদ সাজাহান, জয় আহমদ, হুমায়ূন আহমদ।
গুলশান আরা মিলি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে দলীয় প্রার্থী করেছেন। আপনারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। গণতান্ত্রিক দেশে প্রার্থী হবার অধিকার সবার আছে। আমরা প্রতিযোগিতা চাই, প্রতিহিংসা চাই না।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে আমার একমাত্র এতিম ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়। সে এখন মৃত্যুর সাথে লড়ছে। আমি জনগণের কাছে এর বিচার দিলাম। আপনারা ১৮ মার্চ নৌকা মার্কায় ভোট দিয়ে এ হামলার জবাব দিবেন।