হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমান, ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব, এসআই কমলা কান্ত, জসিম উদ্দিন, বিধান রায়সহ একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার দাউদনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ আলম শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন শাহের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, গ্রেফতার হওয়া শাহ আলম চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।