মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে নারায়ণ মাদ্রাজী (২৮) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণ মাদ্রাজী ধলই চা বাগানের নতুন লাইনের চা শ্রমিক সুরি মাদ্রাজীর ছেলে।
ধলই চা বাগান সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিন সন্তানের জনক চা শ্রমিক নারায়ণ মাদ্রাজীকে নিজ বসতঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
ধলই চা বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চা শ্রমিক জানান, কীটনাশক বা বিষপানের পর নারায়ণ মাদ্রাজী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তবে ধলই চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণ মাদ্রাজী মারা যান।
এদিকে, চা শ্রমিকরা জানান চা বাগানের ব্যবস্থাপক প্রকৃত বিষয়টি ধামাচাপা দিতে নারায়ণ মাদ্রাজীর হৃদরোগে মৃত্যু বলে প্রচার করছেন।
কমলগঞ্জ থানা পুলিশের ওসি মো. আরিফুর রহমান বলেন, চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম আমাকে অবহিত করেছেন হৃদরোগে চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।