সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহিদ হাসান। ছোটবেলা থেকেই দুরন্ত ও ফুটবল প্রেমী। পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় ছিল তার দারুণ প্রতীভা। তাই প্রাথমিকে পড়ার সময়ই ডাক পায় বিদ্যালয়ের হয়ে জেলা বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলার। কিন্তু দল ফাইনালে উঠলেও তার আর খেলা হয়নি। তার আগেই অসুস্থ হয়ে যায়। তখনো জাহিদের ধারণা ছিল না সে কতটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে চলছে।
২০১৫ সালে জ্বর হলে গ্রামের এক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খায়। কিন্তু সে জানতো না যে ওষুধটা সে খাচ্ছে তাতে মেয়াদ নেই।
জাহিদের বাবা জাকির আহমদ কৃষক ও মা খুশবুল বেগম গৃহিণী। জাহিদের আরও দুই ভাইবোন রয়েছে। শরীরের অবস্থা খারাপ হতে থাকলে জাহিদকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ১৭ মাস অবস্থান করার পরও শরীরের উন্নতি হয়নি। পরে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কারণ সে Transverse myelitis spinal spread নামক রোগে আক্রান্ত।
চিকিৎসকের পরামর্শ মতো অনেক কষ্টে থাকে ভারতে নিয়ে যাওয়া হলেও সেখানকার চিকিৎসকরা অনেক টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন। আশপাশের মানুষের কাছ থেকে ঋণ করে ছেলের কিছুটা চিকিৎসা করায় বাবা-মা। বর্তমানে জাহিদের শরীরের নাভী থেকে পা পর্যন্ত অবস। কোনো কিছু অনুভব করতে পারে না সে।
সরেজমিনে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের পশ্চিম মাইজবাড়ি এলাকায় তার বাড়িতে গিয়ে দেখা যায়, আধা-পাকা ঘরে হুইল চেয়ারে বসে পড়াশুনা করছে জাহিদ।
তার সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের আর্থিক অস্বচ্ছলতা তাকে পড়াশুনার প্রতি মনোযোগী করে তোলে। সে বড় হয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু অসুস্থ হয়ে থমকে গেছে তার স্বপ্ন।
বিদ্যালয়ে যায় কি না জানতে চাইলে জাহিদ বলে, প্রতিদিন ক্লাসে গিয়ে পড়াশুনা করা সম্ভব হয় না। পরীক্ষার সময় মা কষ্ট করে নিয়ে যান। বিদ্যালয়ের শিক্ষরা খুব আদর করেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন।
জাহিদের মা বলেন, আমাদের কাছে আর এমন অর্থ নেই যে তার চিকিৎসা করাবো। তাকে আবারও ভারতে নিয়ে যেতে হবে। কিন্তু টাকার অভাবে তা হয়ে উঠবে কি না জানি না।
তিনি দুঃখ করে বলেন, ৪ বছর ধরে হুইল চেয়ারে বসে দিন কাটছে ছেলেটার। ছেলের মুখে হাসি আর দেখতে পারি না।
জাহিদকে সাহায্যের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করা হয়েছে। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা ব্যাংক একাউন্ট নং- ২০৫০২৯৩০২০১৩৯০৯০৫ খুশবুল বেগম, মুদারাবা সঞ্চয়ী হিসাব, ইসলামী ব্যাংক, সুনামগঞ্জ শাখা। যোগাযোগ ও বিকাশ নম্বর ০১৭১৮০৪২৯৭৯ (পার্সোনাল)