বাহরাইনের হিদ শহরে নিজ বাসস্থানের রান্নাঘর থেকে ব্রজ গোপাল দাস নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটার পর পুলিশ সকালে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের ভাই জানান, বাড়িতে কারও সঙ্গে তার ভাইয়ের কোনো দ্বন্দ্ব ছিল না। এ ছাড়া বাহরাইনেও তিনি স্বাভাবিক জীবন যাপন করতেন। তবে দেশে একটি মেয়েকে তাদের ভাই খুব ভালোবাসতেন। সম্প্রতি তার বিয়ে হয়ে গেছে। এ কারণেও তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ ৭ বছর বাহরাইনে কর্মজীবনে গোপাল দাস সবার কাছে খুব প্রিয় মানুষ ছিলেন বলে তার সহকর্মীরা জানান। তার বাড়ি চট্টগ্রামের সিতাকুণ্ডু থানার বাঁশবাড়িয়া গ্রামে। তার বাবার নাম হরিপদ দাস। গোপাল দাসের এমন মৃত্যুর ঘটনায় তার প্রবাসী দুই ভাই শোকে কাতর হয়ে পড়েছেন।
বর্তমানে তার লাশ বাহরাইন সালমানিয়া হিম ঘরে রাখা হয়েছে। কাগজপত্র প্রস্তুত হলে লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস।